রাজ্যে গরমের প্রকোপ আরও বাড়ার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আগামী ২২ মার্চ পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ বিভিন্ন জেলায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে ২০ মার্চের পর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি-সহ পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গেও ২১ ও ২২ মার্চ হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ফলে তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে আপাতত গরম থেকে বড় কোনও স্বস্তি পাওয়ার আশা নেই।
গরমের কারণে রাজ্যবাসীকে সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে জল পান করা, রোদে বেরোনোর সময় ছাতা বা টুপি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য অতিরিক্ত সতর্কতা নেওয়ার কথা বলা হয়েছে।
আগামী কয়েকদিনে তাপপ্রবাহ আরও তীব্র হওয়ার সম্ভাবনা থাকায় রাজ্য সরকার ও প্রশাসন পরিস্থিতির ওপর নজর রাখছে।