সুদীপ্ত চট্টোপাধ্যায়
কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট সংস্কারের কাজ শীঘ্রই শুরু করবে রাজ্য পুর দফতর। এবিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসালটেশন ফিজ হিসেবে তাদের ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত পরিকল্পনা দিলেই কলকাতার অন্যতম হেরিটেজ নিউ মার্কেট রূপায়ণের কাজ শুরু হবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন।
প্রসঙ্গত, 1873 সালে ভিক্টোরিয়ান গ্রথিক স্টাইলে নিউ মার্কেট তৈরি হয়। নিউ মার্কেট রূপায়ণের দায়িত্বে ছিল ম্যাকিনটস বার্ন। বাম আমল থেকেই নিউ মার্কেট সংস্কারের তাগিদ নিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়। মাঝেমধ্যেই কিছু কিছু ক্ষেত্রে সংস্কারের কাজ হলেও বড় ধরণের সংস্কার সেভাবে হয়নি। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, ২০২৩ সালেই নিউ মার্কেট সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে।
অন্যদিকে, নিউ মার্কেটে দীর্ঘদিন লালিত হকার সমস্যা মেটাতেও সরকার পদক্ষেপ করছে বলেও জানান ফিরহাদ হাকিম।