মন্ত্রিত্ব খোয়ানোর পর আপাতত বিধায়ক তিনি। জনপ্রিয়তাও কম নয়। তবে তার পাশাপাশি, কথায় রাখঢাক রাখেন না তিনি। ইতিপূর্বে মহিলা বন আধিকারিককে হুমকি দিয়ে মন্ত্রীত্ব হারিয়েছিলেন। আবারও, হুমকি দিয়ে রীতিমতো বিতর্কে জড়িয়ে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। রীতিমতো ভরা রাস্তায় পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিকের অনুগামীদের বিরুদ্ধে বম্ব চার্জের হুমকি দিয়ে বসলেন তিনি।
জানা গিয়েছে যে, পূর্ব মেদিনীপুর জেলায় কাঁথি কোপারেটিভ ব্যাঙ্ক নিয়ে বর্তমানে দ্বিধা বিভক্ত তৃণমূলের দুই শিবির। মনোনয়ন দাখিল কে কেন্দ্র করে সোমবার দুই শিবিরের মধ্যে বিরাট অশান্তি সৃষ্টি হয়েছিল। প্রার্থীদের উদ্দেশ্য করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। তারপর মঙ্গলবার আরো উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাঁথি কো-অপারেটিভ ব্যাংকের মনোনয়ন জমাট প্রস্তুতি ঘিরে উত্তম বারিক এবং অখিল গিরির গোষ্ঠীর মধ্যে তুমুল বচসা সৃষ্টি হয়।
অভিযোগ উঠেছে, উত্তমের অনুগামীরা নাকি অখিল গিরিকে কটূক্তি ও গালিগালাজ করেছে। যদিও পাল্টা অখিল গিরি বলেন, “বম্ব চার্জ করব…পাঁচ মিনিটে বুঝিয়ে দেব…পাঁচ মিনিটে খতম করে দেব…বুঝবে মজা।” এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। বিজেপি মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায় এই নিয়ে বলেন, “এটা নতুন নয়। তৃণমূল মানেই বম্ব-বন্দুক-ভোট লুট। এটা নতুন কিছু নয়। এইসব হতেই থাকবে। এই কারণে হিন্দু বাঙালি ঠিক করেছে ২০২৬-এ বিজেপি আসবে।”
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে জেলার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায় কার্যত সমান্তরাল উত্তর দিয়েছেন। তিনি বলেন, “কাকে উদ্দেশ্য করে কে কী বলেছে আমি জানি না। আমি তো দেখেছি উভয়ই একে অপরকে কোলাকুলি করেছে। তাই এই নিয়ে আর কোনও কিছু বলব না।”