নয়াদিল্লিতে আয়োজিত ইন্ডিয়ান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতীয় শাটলারদের জন্য দিনটি হতাশার হলেও দক্ষিণ কোরিয়ার অ্যান সে-ইয়ং দাপট দেখিয়ে শিরোপা জিতেছেন। পুরুষদের ডাবলসে ভারতীয় জুটি সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টি সেমিফাইনাল পর্যন্ত এগিয়ে গেলেও মালয়েশিয়ার বিশ্ব-তিন নম্বর জুটির কাছে ১৮-২১, ১৪-২১ ব্যবধানে হেরে ছিটকে যান। ম্যাচটি মাত্র ৩৭ মিনিট স্থায়ী হয়। খেলায় সাত্ত্বিক একটি বাজে মুহূর্তে কোর্টে পড়ে গিয়ে চোট পান। ম্যাচ শেষে সাত্ত্বিক বলেন, “আমার গোড়ালি মুচড়ে গিয়েছে। এটার ওপর নজর রাখা প্রয়োজন।” তবে এই চোটের বিষয়ে পরে বিস্তারিত কিছু জানানো হয়নি।
অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে দক্ষিণ কোরিয়ার অ্যান সে-ইয়ং দুর্দান্ত পারফরম্যান্স করেন। রবিবার অনুষ্ঠিত ফাইনালে তিনি থাইল্যান্ডের পর্ণপাউই চোচুওংকে সরাসরি সেটে ২১-১২, ২১-৯ ব্যবধানে পরাজিত করেন। ২০২৪ সালের প্যারিস অলিম্পিকে সোনা জয়ী এই শাটলার নতুন বছরে মালয়েশিয়া ওপেন জয়ের পর এবার ভারতের মাটিতেও চ্যাম্পিয়ন হলেন। অ্যান সে-ইয়ংয়ের এ জয় তাঁর অনবদ্য ফর্মের প্রমাণ। তিনি বছরের শুরুতেই নিজের সামর্থ্য দেখিয়ে দিলেন, যা তাঁকে আগামী প্রতিযোগিতাগুলোর জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলবে।
ভারতের শাটলারদের জন্য ইন্ডিয়ান ওপেন একটি বড় মঞ্চ হলেও সাত্ত্বিক এবং চিরাগের ব্যর্থতা দেশীয় ভক্তদের হতাশ করেছে। তবু, অ্যান সে-ইয়ংয়ের সাফল্য আন্তর্জাতিক ব্যাডমিন্টন অঙ্গনে একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে।