যাদবপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি (আইআইসিবি)-র ৫১ জন চুক্তিভিত্তিক কর্মীকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনের জেরে এই সিদ্ধান্ত বদল ঘটেছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ। তিনি বলেন, “বাঙালির ঐক্য প্রমাণ করেছে বিজেপির কৌশল এখানে কার্যকর হবে না। বাংলা কখনোই এই ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেবে না।” ঘটনার সূত্রপাত নয়া বছরের প্রথম দিন। অভিযোগ, ৫১ জন চুক্তিভিত্তিক কর্মীকে কোনো পূর্বসুচনা ছাড়াই ছাঁটাই করা হয়। দীর্ঘ ২০-৩০ বছর ধরে কাজ করা কর্মীরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ শুরু করেন। তাঁদের দাবি, নয়া ডিরেক্টর বিভা ট্যান্ডন উত্তরপ্রদেশের একটি সংস্থাকে চুক্তিভিত্তিক নিয়োগের দায়িত্ব দিয়েছেন, যা স্থানীয় কর্মীদের প্রতি অবিচার। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় যখন আন্দোলন চলাকালীন একজন গবেষক আহত হন। বিক্ষোভকারীদের দাবি, ডিরেক্টর প্রতিষ্ঠানের বাইরে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
এই ইস্যুতে বাংলা পক্ষও সরব হয়। সংগঠনের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি অভিযোগ করেন, বহিরাগতদের চাকরি দেওয়ার জন্য অভিজ্ঞ বাঙালি কর্মীদের ছাঁটাই করা হচ্ছে। এরই মধ্যে গবেষকরা এবং অন্যান্য কর্মীরা আন্দোলনে যোগ দিলে চাপ বাড়ে।অবশেষে আন্দোলনের চাপে শুক্রবার রাতে আইআইসিবি কর্তৃপক্ষ ছাঁটাই সিদ্ধান্ত প্রত্যাহার করে ৫১ জন কর্মীকে পুনর্বহালের নির্দেশ দেয়। তৃণমূল নেতার মতে, “এই জয় বাঙালির ঐক্যের জয়। ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।”
আইআইসিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, আন্দোলনকারী কর্মীরা সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করেছেন।